শেষবেলায় সরে দাঁড়ালেন জাফর আলম
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলম শেষবেলায় এসে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) বেলা তিনটার দিকে জাফর আলমের নিজের ভেরিফায়েড ফেসবুক ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি বলেন, বিজিবি ও গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রতিবাদে আমি ভোট বর্জন করলাম।
জাফর আলম অভিযোগ করেন, চকরিয়া-পেকুয়ার মানুষ অকুণ্ঠ সমর্থন দিলেও ভোটের দিন তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এমনকি প্রিসাইডিং কর্মকর্তাদেরও নির্মমভাবে আহত করা হয়েছে বলেও জানান এ স্বতন্ত্র প্রার্থী।
চকরিয়া-পেকুয়াবাসীর উদ্দেশে ভিডিও বার্তায় জাফর আলম বলেন, প্রতিরোধ করতে গিয়ে প্রাণহানি হওয়ার চেয়ে নির্বাচন থেকে দূরে সরে দাঁড়ানো ভালো। আমি তা-ই করলাম। আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ। আমি আপনাদের পাশে ছিলাম এবং পাশে থাকব।
উল্লেখ্য, জাফর আলম কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য। দ্বাদশ সংসদ নির্বাচনে দলের মনোনয়নবঞ্চিত হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছিল কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদকে। তবে ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন ও উচ্চ আদালত। পরে কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে জেলা আওয়ামী লীগ সমর্থন দেয়।
মন্তব্য করুন