• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

ভোটকেন্দ্রের পাশে যুবকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৪, ১৭:০২
ভোটকেন্দ্রের পাশে যুবকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
ছবি : সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের কাশারীখোলা এলাকায় ভোটকেন্দ্রে এক যুবকের ধাক্কায় পড়ে গিয়ে নোয়াব আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার কাশারীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাশারীখোলা গ্রামের বাসিন্দা নোয়াব আলী।

নোয়াব আলীকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ আলী হাসান তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াব আলীর ছেলে মো. জুয়েল রানা জানান, আমার বাবা সকালে ভোট দিয়ে কেন্দ্র থেকে ফেরার পর নৌকার সমর্থক মো. সেলিম মাস্টারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ঈগল প্রতীকের এক সমর্থক এসে আমার বাবাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে আঘাত পান। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর ব্যাপারে সঠিক তথ্য জানা যাবে।

দেবীদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, মৃত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাবে না।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বছরজুড়ে গাজায় যুদ্ধ: ইসরায়েলের অর্থনীতিতে বড় ধাক্কা
মোহাম্মদপুরে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবিকে নিয়ে কটূক্তি, যুবক আটক
যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় যুবক নিহত