• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

বড় ভাইকে হারিয়ে বিজয়ী ছোট বোন

আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৪, ১৮:৫৩
বড় ভাইকে হারিয়ে বিজয়ী ছোট বোন
ডা. সৈয়দা জাকির নূর লিপি (বামে) ও সৈয়দ সাফায়েতুল ইসলাম (ডানে)। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বড় ভাইকে হারিয়ে রাজনৈতিক ময়দানে নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছেন ছোট বোন। এ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. সৈয়দা জাকির নূর লিপি।

তিনি পেয়েছেন ৭৭ হাজার ৩৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তার বড় ভাই সৈয়দ সাফায়েতুল ইসলাম পেয়েছেন ৭৪ হাজার ১৬২ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বেসরকারিভাবে ভোটের ফলাফলে এ বিষয়টি জানায়।

এর আগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। পরে ভোট গণনার কাজ সম্পন্ন হওয়ার পর ভোটের এ ফলাফল পাওয়া যায়।

এ আসনে পুরুষ ও নারী এবং হিজড়া মিলিয়ে মোট ভোটার পাঁচ লাখ ১৩ হাজার ৯৭৮ জন। মোট ১৭৪ ভোটকেন্দ্রের ১০৭৩টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নিহত ২
তিনি খ্যাতির পেছনে ছুটতে গিয়ে পথ হারিয়েছেন: মেহজাবীন
ছাত্র-জনতার আন্দোলনে দৃষ্টি হারিয়েছে ৭০০, আহত ৩০ হাজার
রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু