• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

সাঘাটায় দুবৃর্ত্তদের হামলায় উপজেলা চেয়ারম্যান আহত

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২৪, ০০:৫০
সাঘাটা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর
ছবি : সংগৃহীত

দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ভরতখালী হাটের সিএনজি স্টেশনে মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর কবীর বোনারপাড়া থেকে সিএনজিচালিত আটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। পথে ভরতখালী হাটের মোড়ে আসলে পথরোধ রোধ করে দুবৃর্ত্তারা। পরে তারা সিএনজি থেকে জাহাঙ্গীর কবীরকে নামিয়ে কুপিয়ে আহত করে। এতে তিনি দুই পা ও দুই হাতে মারাত্মক আহত হন।

এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুবৃত্তর্রা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অসুস্থ থাকায় উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলা যায়নি।

সাঘাটা থানার ওসি মমতাজুল ইসলাম জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীরের ওপর কারা হামলা করেছে তা এখনো জানা যায়নি। এনিয়ে রাত ১১টা পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

ওসি আরও বলেন, চেয়ারম্যানের আত্মীয়স্বজনের সঙ্গে কথা হয়েছে। আহত জাহাঙ্গীর কবীরকে ঢাকায় নেওয়া হবে বলে জানান তারা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলা, আহত অনেকে
বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধু নিহত, আহত ১
কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত একজ‌নের মৃত্যু