• ঢাকা বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১
logo

নিখোঁজের ৫ দিন পর মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২৪, ১৩:১৩
নিখোঁজের ৫ দিন পর মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার
ছবি : আরটিভি

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের পাঁচদিন পর ফেরদৌস আলী (১৮) নামের এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার গাড়াদহ ইউনিয়নের রংপুর-নগরবাড়ি মহাসড়কের তালগাছী এলাকায় মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফেরদৌস একই ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি আরকে টেক্সটাইল মিলের নিরাপত্তাপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার সন্ধ্যায় আরকে টেক্সটাইল মিলসে যান ফেরদৌস। এরপর সকাল হয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন মিলে গিয়েও না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন। এ ঘটনায় উপজেলার ঘোড়শাল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুনকে (৩০) আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে, আরকে টেক্সটাইল মিলসের ভিতরে মাটির নিচে পুঁতে রাখা ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক পাবনায় উদ্ধার  
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের