শ্যালকের হাতে দুলাভাই খুন, গ্রেপ্তার ১
রাজবাড়ীর পাংশায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে শ্যালকের হাতে আজগর আলী বিশ্বাস (৪৮) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় পাঁচজনের নামে মামলা দায়ের হলে মিন্টু হুসাইন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) মিন্টুকে গ্রেপ্তার করা হয়। তিনি পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামের দেলোয়ার বিশ্বাসের ছেলে।
আজগর কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমষপুর ইউনিয়নের চক হরিপুর গ্রামের রাজ্জাক আলী বিশ্বাসের ছেলে। স্ত্রী সন্তান নিয়ে দীর্ঘদিন তিনি পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের শেখপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
নিহত আজগর আলী বিশ্বাসের স্ত্রী মোছা. রাশিদা খাতুন জানান, তার ভাইদের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৪ জানুয়ারি তার চাচাতো ভাই-ভাবীর সঙ্গে দিনভর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত ৯টার দিকে চাচাতো ভাই মো. হামিদুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, সোহাগ শেখ, মোছা. রোজিনা খাতুন ও মিন্টু হুসাইন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। একপর্যায়ে তার স্বামীর মাথার আঘাত করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তার স্বামীকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। সেখানে একদিন থাকার পর তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে গত ৭ জানুয়ারি সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার স্বামীর মৃত্যু হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ মামলায় মিন্টু শেখ নামে এক আসামিকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন