• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

চাঁদপুরে আন্তজেলা চোরচক্রের ৩ সদস্য আটক 

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৪, ০৫:০১
ছবি : আরটিভি

চাঁদপুরের হাজীগঞ্জে আন্তজেলা গরু চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে দুটি গরু।

বুধবার (১০ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানা পুলিশ।

আটক হওয়া আসামিরা হলেন হাজীগঞ্জ পৌরসভার বলাখাল পূর্ব পাড়া জমাদ্দার বাড়ীর আবদুল কাদির (৩২), চাঁদপুর সদর উপজেলার মধ্য শ্রীরামদী এলাকার লিটন ওরফে হোমিও লিটন (৪০) ও একই উপজেলার বালিয়া এলাকার শফিকুর রহমান ওরফে রিপন মাল (৪০)।

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) জায়েদ ভূঁইয়া জানান, চাঁদপুর সদর উপজেলার বালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তিন চোরকে সঙ্গে নিয়ে দুই গরু উদ্ধার করা হয়। মামলার বাদী হাজীগঞ্জের পৌরসভার বলাখাল সুবিদপুর হাজী বাড়ীর পারুল বেগম। গরুগুলো উদ্ধার করে তার কাছে হস্তান্তর করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ জানান, তারা দীর্ঘদিন যাবত গরু চোরচক্রের সঙ্গে জড়িত। তাদেরকে গরু চুরির মামলায় চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোটচাঁদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা
চাঁদপুরে নোংরা পরিবেশে খাবার তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
মেঘনায় অভিযানে ৯ বেহুন্দি জাল জব্দ
চাঁদপুরে ৫০০ কেজি জাটকা জব্দ