ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুস সোবহান

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪ , ০৪:০৫ এএম


loading/img
ক্যাপ্টেন (অব.) আব্দুস সোবহান। ছবি : সংগৃহীত

চলে গেলেন ৭১’র রণাঙ্গনের অকুতোভয় বীর, মহান মুক্তিযুদ্ধের কক্সবাজার-বান্দরবান সেক্টরের সাব-সেক্টর কমান্ডার এবং ১৯৭১ সালের ১২ ডিসেম্বর কক্সবাজারকে হানাদারমুক্ত ঘোষণার নায়ক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুস সোবহান।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯টায় উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যাস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টায় হলদিয়া পালং মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে প্রয়াতের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

পরে মরহুমকে পশ্চিম মরিচ্যা পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |