• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

টুঙ্গিপাড়ায় নবগঠিত মন্ত্রিসভার প্রথম অনানুষ্ঠানিক বৈঠক

আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২৪, ১৬:৫৬
টুঙ্গিপাড়ায় নবগঠিত মন্ত্রিসভার প্রথম অনানুষ্ঠানিক বৈঠক
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবগঠিত মন্ত্রিসভার প্রথম অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিজ বাড়িতে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে অনানুষ্ঠানিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুর ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ হাসিনার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

পরে পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ’৭৫-এর ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।

টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে আজ রাত্রিযাপন করবেন প্রধানমন্ত্রী। রোববার (১৪ জানুয়ারি) তার অপর নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাবেন।

এদিন বিকেল ৩টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।

সেখানে নেতাকর্মীদের সঙ্গে দুপুরের খাবারও খাবেন শেখ হাসিনা। পরে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবগঠিত সংস্কার কমিশন প্রধানদের মর্যাদা নিয়ে প্রজ্ঞাপন
ট্রাম্পের নতুন মন্ত্রিসভায় কারা থাকতে পারেন
কোনোক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়, সেটা সরকার দেখবে: অর্থ উপদেষ্টা
টুঙ্গিপাড়া থেকে নৌকা এলো কুমিল্লায়, চলছে ত্রাণ বিতরণ