বাইগার নদীর তীরে স্মৃতিকাতর বঙ্গবন্ধুকন্যা
টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে বর্তমানে গোপালগঞ্জ সফরে রয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাইগার নদীর তীরে গিয়ে অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। কয়েকটি ছবিও তুলেছেন রেকর্ড পঞ্চমবারের সরকারপ্রধান।
শনিবার (১৩ জানুয়ারি) সকালে নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী।
দুপুর ১২টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয় তাঁকে।
এরপর নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
পরে পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ’৭৫- এর ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।
এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবগঠিত মন্ত্রিসভার প্রথম অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিজ বাড়িতে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে অনানুষ্ঠানিক এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময় করেন প্রধানমন্ত্রী৷ এরপর টুঙ্গিপাড়ার আশপাশে কিছু সময় হাঁটেন তিনি৷ একপর্যায়ে তিনি পৌঁছে যান বাইগার নদীর তীরে৷
বাইগার হলো মধুমতির অনেকগুলো শাখা নদীর মধ্যে একটি৷ যেখানে শৈশব-কৈশোর কেটেছে শেখ হাসিনার৷ বাইগারের তীরে গিয়ে কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়েন প্রধানমন্ত্রী৷
আজ টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন প্রধানমন্ত্রী। রোববার (১৪ জানুয়ারি) তার অপর নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাওয়ার কথা রয়েছে। এদিন বিকেল ৩টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি।
সেখানে নেতাকর্মীদের সঙ্গে দুপুরের খাবারও খাবেন বঙ্গবন্ধুকন্যা। পরে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
মন্তব্য করুন