কুড়িগ্রামের ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। অপর আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
শনিবার (১৩ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর বিপুল মিয়া (১৫) বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া লক্ষ্মীমোড় গ্রামের আনিছুর রহমানের ছেলে। আহত যুবক রাঙ্গা মিয়া (১৮) একই গ্রামের সোবহান আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম হ্যাপি জানান, সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক ভূরুঙ্গামারী দিকে যাচ্ছিল। একই দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসা দুজন চলন্ত ট্রাকটিকে কাটিয়ে সামনে আসার চেষ্টা করে। এ সময় ট্রাকটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে বিপুল মিয়া ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে গুরুতর আহত হয় রাঙ্গা মিয়া। পরে রাঙ্গা মিয়াকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করানো হয়।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি থানা হেফাজতে নেয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।
মন্তব্য করুন