'উখিয়া-টেকনাফকে মাদকের কলংকমুক্ত করা হবে'
সাবেক সাংসদ আবদুর রহমান বদি বলেছেন, যে কোন কিছুর বিনিময়ে উখিয়া-টেকনাফকে মাদকের কলংকমুক্ত করা হবে। যারা মাদক কারবারীদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজিতে জড়িত তাদের নাম প্রকাশ করা হবে।
উখিয়া টেকনাফকে শিক্ষার আলোয় আলোকিত করা হবে। ইয়াবা কারবারীরা যতোই শক্তিশালী হোক, তারা সরকারের চেয়ে শক্তিশালী নয়।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে টেকনাফ পৌর আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্য করে বদি বলেন, এক প্রশাসন মামলার আসামি করে আরেক প্রশাসন কোটি কোটি টাকার বিনিময়ে মামলা থেকে বাদ দেয়। আপনারা কি মাদক বন্ধ করার জন্য এসেছেন নাকি মাদক বিস্তার করার জন্য এসেছেন প্রশাসনের প্রতি এমন প্রশ্ন রাখেন বদি।
আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ মতবিনিময় ও শুকরিয়া সভার আয়োজন করা হয়।
এসময় শাহীন আক্তার বলেন, যারা মাদকের তালিকা থেকে বাদ যাচ্ছে তারা যেনো বাদ না পড়ে সে বিষয়টি সংসদে উত্তাপন করা হবে। বক্তব্য শেষে তিনি তাকে দ্বিতীয় বারের মতো ভোট দিয়ে যারা সংসদ সদস্য নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা ইউনুছ বাঙ্গালী, পৌর কাউন্সিলর আব্দুল্লাহ মনির, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর প্রমুখ।
এসময় নব নির্বাচিত এমপি শাহীন আক্তার ও আব্দুর রহমান বদিকে ফুলের শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাবৃন্দ।
মন্তব্য করুন