• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

ঘন কুয়াশায় পাটুরিয়ায়-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৪, ০৬:৫৩
ফেরি চলাচল বন্ধ
ছবি : সংগৃহীত

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে এই নৌরুটে কুয়াশা পড়তে থাকে। কুয়াশার কারণে দুর্ঘটনা রোধে রাত সাড়ে দশটার সময় ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত যাত্রী ও শ্রমিক নিয়ে চারটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। পরে পাটুরিয়ায় চারটি ও দৌলতদিয়ায় তিনটি ফেরি নোঙর করে রাখা হয়।

প্রচন্ড শীতে আটকা পড়া যানবাহনের যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন। এছাড়া কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

জানা যায়, এই দুই নৌরুটে সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্বের কারণে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট দৃষ্টিগোচর না হওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে দশটায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত সাড়ে দশটায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘন কুয়াশার কারণে ফ্লাইট বাতিল, কলকাতা বিমানবন্দরে বিক্ষোভ
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ দুর্ঘটনা, আহত ৬ 
আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু
৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু