• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

কলেজের সামনে ঘুরছিল ১২ ফুট লম্বা অজগর

আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৪, ১১:৫১
অজগর
ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে অজগরটিকে লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় বন বিভাগ।

এর আগে, শনিবার বিকেলে শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার সড়কের রেসিডেন্সিডিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সামনের সড়কে একটি অজগর সাপ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেনে খবর দেয়। খবর পেয়ে সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল সাপটিকে উদ্ধার করেন।

সজল দেব বলেন, অজগরটি খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে চলে এসেছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে সাপটি উদ্ধার করি। পরে বন বিভাগের লোকজন সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।

শ্রীমঙ্গলের বন রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, সম্পূর্ণ সুস্থ অবস্থায় অজগর সাপটি উদ্ধার করা হয়েছে। এটির দৈর্ঘ্যে ১২ ফুট এবং ওজন ১৫ কেজি। উদ্ধার হওয়া অজগরটিকে শনিবার রাতে লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেস সচিবের বক্তব্য প্রত্যাখ্যান, নতুন কর্মসূচি সাত কলেজ শিক্ষার্থীদের
গৌরনদীতে কালনাগিনী সাপের বাচ্চা উদ্ধার
সাত কলেজ নিয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে ঢাবি কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি
সাপের ছোবলে প্রাণ গেল কৃষকের