• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি মধুপুর আওয়ামী লীগের

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি

  ১৪ জানুয়ারি ২০২৪, ২২:৪০
ছবি : সংগৃহীত

টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে মধুপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রোববার (১৪ জানুয়ারি) উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইয়াকুব আলী।

তিনি বলেন, ড. মো. আব্দুর রাজ্জাক একজন সজ্জন, সুশিক্ষিত ও ভদ্র মানুষ। তিনি মধুপুর ও ধনবাড়ী থেকে নির্বাচিত পাঁচবারের এমপি। তিনি সফল খাদ্য ও কৃষিমন্ত্রী। তাকে নিয়ে কালিহাতীতে সড়ক অবরোধ করে প্রবীণ রাজনীতিক আবদুল লতিফ সিদ্দিকী যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ নিন্দনীয়। আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ইয়াকুব আলী বলেন, ‘আমরা জেনেছি, কালিহাতী থানা-পুলিশ মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করে এনেছিল। তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য আবদুল লতিফ সিদ্দিকী তার অনুসারীদের নিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করেন। সেই সময় অকারণে ড. রাজ্জাক সম্পর্কে অসৌজন্যমূলক বক্তব্য দেন লতিফ সিদ্দিকী।’

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আরও বলেন, কালিহাতীর মানুষ আবেগের বসে আওয়ামী লীগের বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। আমরা ভেবেছিলাম, তিনি জনগণের সম্মান রক্ষার্থে নিজেকে পরিবর্তন করবেন। কিন্তু তিনি পরিবর্তন হননি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মধুপুর পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি ও সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক প্রমুখ।

এর আগে ৯ জানুয়ারি পুলিশ কয়েকজনকে আটক করলে তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে কালিহাতী থানার সামনে অবস্থান নেন। ওই সময় তিনি সদ্য সাবেক কৃষিমন্ত্রী সম্পর্কে নানা মন্তব্য করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমু-কামরুলকে বুধবারের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
আওয়ামী লীগ সরকারের আমলে ২৫০ বিলিয়ন ডলার পাচার!
১৫ বছর নিজেদের সুবিধার প্রকল্পগুলোতে বাংলাদেশকে ঋণ দিয়েছে ভারত
রাজশাহীতে আ.লীগ নেতাকে পুলিশে দিলো জনতা