ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

গফরগাঁওয়ে হোমিও চিকিৎসককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪ , ০৩:০৬ পিএম


loading/img
ছবি : আরটিভি

ময়মনসিংহের গফরগাঁওয়ে মো. হারুন অর রশিদ (৪৮) নামের এক হোমিও চিকিৎসককে প্রকাশ্য কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার পাইথল ইউনিয়নের গোয়ালবর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে এ লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

 

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন পাইথল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান ঢালী।

বিজ্ঞাপন

তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি লোমহর্ষক। তবে কেন বা কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা আমার জানা নেই।

 

 

নিহতের ফুফাত্ত ভাই মো. আমিনুল ইসলাম বলেন, স্থানীয় শাহাব উদ্দিন ডাক্তারের ছেলে রুবেল ডাকাত প্রকাশ্যে কুপিয়ে আমার ভাইকে হত্যা করেছে। এ ঘটনায় আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে পাগলা থানার ওসি (তদন্ত) বলেন, ঘটনাস্থলে উর্ধ্বতন কর্তৃপক্ষ অবস্থান করছেন, বিস্তারিত পরে জানানো হবে।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |