ঝালকাঠিতে বেঙ্গল সিমেন্টের পার্টনার মিট অনুষ্ঠিত
‘এসেছি গড়তে এসেছি জয় করতে’এই স্লোগানে ঝালকাঠিতে বেঙ্গল সিমেন্ট এর শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে শহরের থানা রোড় একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার শতাধিক রিটেইলার ইঞ্জিনিয়ার এবং কন্টাক্টারদারা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল সিমেন্ট লিমিটেডের ডিরেক্টর অপারেশনস আফসানা হক। মেসার্স এশান এন্টারপ্রাইজ স্বত্ত্বাধিকারী ফেরদৌস আহমেদ টিটুর সভাপতিত্বে বিশেষ অথিথি ছিলেন বেঙ্গল সিমেন্ট হেড অব সেলস ইঞ্জিনিয়ার সরোজ কুমার বড়ুয়া, এজিএম মো. মাঈনুল হাসান শিমুলসহ বরিশাল অঞ্চলের আরএসএম, এএসএম সকল অফিসাররা উপস্থিত ছিলেন।
পরে সেরা বিক্রেতা এবং র্যাফেল-ড্র এর মাধ্যমে রিটেইলারদের পুরস্কৃত করা হয়। এশান এন্টারপ্রাইজ, মেসার্স আদ্বুল রাজ্জাক এন্ড সন্সের আয়োজনে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন