• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

মোটরসাইকেলে বগালেক-কেওক্রাডং ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৪, ১৯:২৮
বগালেক। ফাইল ছবি

বান্দরবানের বগালেক ও কেওক্রাডংয়ে মোটরসাইকেল নিয়ে পর্যটকদের যেতে নিরুৎসাহিত করেছে রুমা উপজেলা প্রশাসন।

বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তবে কোনো পর্যটক মোটারসাইকেল নিয়ে গেলে সেটি প্রশাসনের জিম্মায় রেখে দেওয়া হচ্ছে।

তিনি জানান, রুমা-কেউকেরাডং সড়কে উন্নয়ন ও সম্প্রতি পাইন্দু ইউপি চেয়ারম্যানকে অপহরণের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। তাই পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে শুধুমাত্র মোটরসাইকেলে যাতায়াতে পর্যটকদের সাময়িকভাবে নিরুৎসাহিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যেতে দেওয়া হবে।

এছাড়া রুমা-কেউকেরাডং সড়কের বাসলং পাড়া, হারমুন পাড়া, দার্জিলিং পাড়া এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের অবস্থান দেখা যাওয়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা কষ্টসাধ্য। তাই পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেলে ওই স্পটগুলোতে যাতায়াতে নিরুৎসাহিত করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৫৬ নাগরিকের অনুপ্রবেশ
বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
বান্দরবানের সেরা ১০টি দর্শনীয় স্থান
বান্দরবান সীমান্তে ৮১ রোহিঙ্গা আটক