• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

জয়পুরহাটে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৪, ২০:৩৯
ছবি : আরটিভি

‘বিজ্ঞান নিয়ে পড়ব, স্মার্ট বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যে জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সদস্য ও যুগ্ম সচিব কাজী আনোয়ার হোসেন এই মেলার উদ্বোধন করেন।

মেলার আয়োজন করা হয়েছে ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম) ক্যাম্পাসে। এর উদ্বোধন শেষ মেলাচত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ নাজিম জামান। এ সময় বক্তব্য দেন আইএমএমএমের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো. আমিনুর রহমান, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।

আয়োজকেরা জানান, মেলায় নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪০ জন শিক্ষার্থীর ১২০টি গবেষণা প্রকল্প স্থান পেয়েছে। মেলাটি চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝোপে পাওয়া গেল থানার লুট হওয়া অস্ত্র
জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ১০   
৬ কোটি টাকার ট্যাংক চালু হয়নি ১০ বছরেও 
দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে বিয়ে করে বর কারাগারে