• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

জয়পুরহাটে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৪, ২০:৩৯
ছবি : আরটিভি

‘বিজ্ঞান নিয়ে পড়ব, স্মার্ট বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যে জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সদস্য ও যুগ্ম সচিব কাজী আনোয়ার হোসেন এই মেলার উদ্বোধন করেন।

মেলার আয়োজন করা হয়েছে ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম) ক্যাম্পাসে। এর উদ্বোধন শেষ মেলাচত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ নাজিম জামান। এ সময় বক্তব্য দেন আইএমএমএমের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো. আমিনুর রহমান, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।

আয়োজকেরা জানান, মেলায় নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪০ জন শিক্ষার্থীর ১২০টি গবেষণা প্রকল্প স্থান পেয়েছে। মেলাটি চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাট সুগার মিলসে আখ মাড়াই শুরু
মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চড়ে রাজকীয় বিয়ে
‘একটু সুখের বাজারে’ ১০০ টাকায় ব্যাগভর্তি বাজার
জুতার ভেতর মিলল ৫ স্বর্ণের বার