• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

দাউদকান্দিতে ২২ প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ

দাউদকান্দি সংবাদদাতা

  ২০ জানুয়ারি ২০২৪, ১৩:৪৫

দাউদকান্দি উপজেলার ২২টি প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ করা হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে দাউদকান্দি উপজেলা ২২টি প্রাথমিক বিদ্যালয়ের প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উপজেলা পরিষদর প্রাঙ্গণে ২২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেঞ্চ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। এ সময় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা প্রকৌশলী আফসার হোসেন খন্দকার।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়নে উপজেলা পরিষদের মাধ্যমে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭২ জোড়া প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাউদকান্দিতে ৫ জয়িতাকে সংবর্ধনা 
দাউদকান্দির পৌর বাজারে বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
দাউদকান্দিতে পৌর বিএনপির দোয়া মাহফিল
প্রাথমিক বিদ্যালয় খুলছে বুধবার