ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

মুক্তাগাছায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২০ জানুয়ারি ২০২৪ , ০৯:১৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় মো. শামীম হক (১৬) নামের এক চালককে হত‍্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

নিহত কিশোর উপজেলার তারাটি চরপাড়া গ্রামের সিরাজ আলীর ছেলে। সে স্থানীয় দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ হত‍্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। 

বিজ্ঞাপন

নিহতের বাবা মো. সিরাজ মিয়া বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে এ মামলা দায়ের করেন।

এর আগে এ দিন দুপুরে উপজেলার বিরাশি গ্রামের একটি ধানখেত থেকে এই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, নিহতের গলায় ফিতা প্যাঁচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, চালককে হত‍্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিজ্ঞাপন

নিহতের বাবা বৃদ্ধ সিরাজ মিয়া জানান, লেখাপড়ার খরচ জোগাড় করতে অনেক কষ্ট হতো। এ কারণেই মাদরাসা বন্ধ হলে সে নিজের লেখাপড়ার খরচ সংগ্রহের জন‍্য ভাড়ায় অটোরিকশা চালাতো। কিন্তু দুর্বৃত্তরা আমার ছেলের স্বপ্ন বাস্তবায়ন করতে দিল না। আমি ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

তিনি আরও জানান, শুক্রবার মাদরাসা বন্ধ থাকায় সকালে অটোরিকশা নিয়ে বের হয়। পরে বিকেলে সে আমাকে ফোন করে জানায় যে, আজ সে তার বোনের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া গ্রামে যাবে। তাই রাতে সে বাড়ি ফিরবে না। কিন্তু সকালে জানতে পারি আমার ছেলের মরদেহ ধানখেতে পড়ে আছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |