গোপালগঞ্জে বাসচাপায় শিশু নিহত, সড়ক অবরোধ
গোপালগঞ্জে বাসচাপায় আলামিন চৌধুরী (৪) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার জের ধরে উত্তেজিত জনতা রাজীব পরিবহনের একটি বাসে ব্যাপক ভাঙচুর করেছে এবং দুঘন্টা সড়ক অবোরোধ করে রাখে।
শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার খানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান জানান, খানারপাড় গ্রামের নিজ বাড়ি থেকে তরিকুল চৌধুরী তার শিশু পুত্র আলামিনকে নিয়ে কাঠি বাজারের হাটে যাচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী রাজিব পরিবহনের একটি বাস আলামিনকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় উত্তেজিত জনতা ওই বাসটিকে দত্তডাঙ্গা এলাকা থেকে আটক করে ব্যাপক ভাঙচুর করেছে এবং গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ন্যায়বিচারের আশ্বাস দিলে প্রায় দুঘন্টা পর তারা অবরোধ তুলে নেয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
-
আরও পড়ুন : শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আলামিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
মন্তব্য করুন