• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৪, ২৩:০৬
শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে (ছেলে) ধর্ষণের অভিযোগে তারিকুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলের অধীনে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শিশুটির নানা দেবীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তার তারিকুল ইসলাম দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ মাঝিয়ালী গুচ্ছগ্রামের তারামিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে একই গুচ্ছগ্রামে বসবাস করা ওই শিশুকে ডেকে পাশের ভুট্টাখেতে নিয়ে যায় তারিকুল। সেখানে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করা হয়। এ সময় শিশুটির চিৎকারে পাশেই ঘাস তুলতে থাকা এক নারী এগিয়ে এলে পালিয়ে যায় তারিকুল। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করে পরিবারের লোকজন। পরে বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় জনপ্রতিনিধিরা শিশুটির অভিভাবকদের ঘুরাতে থাকে।

শনিবার (২০ জানুয়ারি) বিষয়টি দেবীগঞ্জ থানা পুলিশকে জানানো হলে তারা অভিযান চালিয়ে তারিকুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এবং শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরুণীকে গুলি করে হত্যা, রিভলবারসহ প্রেমিক গ্রেপ্তার
গুমের মামলায় সাবেক ২ র‌্যাব কর্মকর্তাকে গ্রেপ্তার দেখালো ট্রাইব্যুনাল
নতুন মামলায় গ্রেপ্তার দীপু, মেনন, ইনু ও পলক
রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার