• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

চলনবিল থেকে দখলদার উচ্ছেদ করা হবে : পলক

অনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৪, ২৩:৩৪
চলনবিল থেকে দখলদার উচ্ছেদ করা হবে : পলক
ছবি : সংগৃহীত

চলনবিল থেকে দখলদার উচ্ছেদ করা হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে সিংড়ায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, সিংড়ার নদী-নালা, পুকুর, খাল-বিল কোনো অপশক্তি জবর দখল করে রাখতে পারবে না। খালে কোনো বাঁধ থাকবে না, নদীতে কোনো সুর্তি জাল থাকবে না। চলনবিলে আমরা ১৫০ কিলোমিটার খাল দখলমুক্ত করেছি। যদি এ খালে কেউ বাঁধা সৃষ্টি করে আমরা তাকে নির্মূল করবো।

তিনি বলেন, চলনবিল থেকে দখলদার উচ্ছেদ করা হবে। কারো জমিতে কেউ অবৈধভাবে দখল করতে পারবে না। দলিল যার, জমি তার। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সিংড়া থেকে দখলদারদের উচ্ছেদ করা হবে। আমরা চলনবিল সিংড়ার শিক্ষিতদের মেধা ও যোগ্যতার মাপ কাঠিতে চাকরি নিশ্চিত করবো। আমার সিংড়ার অসহায় গরীব মানুষ যেন জমি বিক্রি করে, ধার করে টাকা দিয়ে ছেলের চাকরি নিতে কোনো পরিবারকে সর্বত্র হারাতে না হয় সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তি বিভিন্ন দপ্তরে চাকরির ব্যবস্থা করবো।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্যে রাখেন- সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বড়দিন উপলক্ষে চার্চে সেনাপ্রধান, দিলেন যে বার্তা
নতুন মামলায় সালমান-আনিসুল-পলকসহ গ্রেপ্তার ৮
রাহাত ফতেহ আলীর কনসার্ট উপলক্ষে ডিএমপির নির্দেশনা