ওমানে বাংলাদেশি তরুণের আত্মহত্যা
ওমানের মাস্কাটে এক বাংলাদেশি তরুণ আত্মহত্যা করেছেন। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে।
স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) ভোরে ওমানের মাস্কাট শহরে এ ঘটনা ঘটে।
নিহত সফি উল্যাহ ওরফে শাকিল (২৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার কাসেম মিয়ার নতুন বাড়ির শহীদ উল্যার ছেলে।
নিহতের ভগ্নিপতি মো. আবু ছায়েদ ওরফে সালাউদ্দিন জানান, জীবিকার তাগিদে শাকিল ১১ মাস আগে ওমানের মাস্কাট শহরে পাড়ি জমান। সেখানে তিনি ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করতেন। এর মধ্যে দেশে তার পরিবার অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ে। গত কিছু দিন যাবত এ বিষয়ে তার মধ্যে হতাশা কাজ করতো। কিন্তু আমাদেরকে সে বিষয়টি বুঝতে দেয়নি। শনিবার ভোরের দিকে ওমানের মাস্কাট শহরে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন সকালের দিকে কোম্পানির ফোরম্যান বিষয়টি দেশে মুঠোফোনে তার পরিবারকে অবহিত করে।
-
আরও পড়ুন : গোপালগঞ্জে বাসচাপায় শিশু নিহত, সড়ক অবরোধ
বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর উদ্দিন ফাহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শাকিল দেশে থাকতে ছাত্রদলের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করে।
মন্তব্য করুন