• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, ছাত্রলীগ কর্মী নিহত

আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৪, ০৯:০৭
মোটরসাইকেলকে পিকআপের ধাক্কা, ছাত্রলীগ কর্মী নিহত
ছবি : সংগৃহীত

বগুড়া সদরে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান (২৪) নিহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার ঢাকা-রংপুর দ্বিতীয় বাইপাস মহাসড়কের মানিকচকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের মো. আতাউরের ছেলে।

তিনি বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও সদর উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান।

তিনি বলেন, ছাত্রলীগ কর্মী মেহেদী সবগ্রাম এলাকা থেকে মাটিডালির দিকে যাচ্ছিলেন। মানিকচক এলাকায় পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মেহেদী মহাসড়কে ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেহেদীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। ঘাতক পিকআপ শনাক্তে চেষ্টা চলছে।

বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বলেন, মেহেদী ছাত্রলীগের সক্রিয় কর্মী ও মেধাবী শিক্ষার্থী। তার এইরকম মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। দ্রুত দোষী পিকআপ চালককে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনবাগে ট্রাক্টর চাপায় ছোট ভাই নিহত, বড় ভাই আহত
পটিয়ায় পিকনিকের বাসের ধাক্কায় নিহত ২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে ১০ গাড়ি, নিহত ১, আহত ১৫
বছরে ৪টি বোনাসসহ চাকরি দেবে অ্যারিস্টোফার্মা