• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৪, ১২:৪৮
টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর হাতে স্ত্রী খুন
ছবি : আরটিভি

টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর হাতে স্ত্রীকে খুন করার ঘটনা ঘটেছে। দুই সন্তানের জননী আসমা বেগমকে (৩৫) খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামী ফজলু তালুকদারের (৪০) বিরুদ্ধে।

শনিবার রাতে পৌরসভার সুন্দর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ রোববার (২১ জানুয়ারি) সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে।

নিহত আসমা ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের আরশেদ আলীর মেয়ে।

হত্যার অভিযোগে স্বামী ফজলু তালুকদারকে (৪০) থানা আটক করেছে পুলিশ। ফজলু সুন্দর গ্রামের নুরুল ইসলাম তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই সন্তান নিয়ে রাজমিস্ত্রী স্বামী ফজলু ও নিহত আসমা বেগমের সংসার। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে সংসারে অশান্তি বিরাজ করছিল। শনিবার রাতের খাবার খেয়ে স্ত্রী ও সন্তানরা ঘুমিয়ে পড়লে মেয়ের ওড়না দিয়ে স্বামী ফজলু স্ত্রী আসমা বেগমের গলা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে চিৎকার করে বাড়ির সবাইকে এ ঘটনা জানান ফজলু। স্থানীয়রা ফজলুকে আটক করে পুলিশে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে স্বামীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলের করটিয়া বাজারে আগুন, তিন দোকান পুড়ে ছাই
প্রতারণা নিয়ে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি অভিযোগ, এরপর যা ঘটল
ঘরে স্বামীর মরদেহ রেখে পালালেন স্ত্রী
স্বামীকে ধূমপানে বাধা, নববধূর আত্মহত্যা