• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৪, ০৯:২৭
শরীয়তপুর-চাঁদপুরে নৌরুটে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
ছবি : সংগৃহীত

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু করার অনুমতি দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, রোববার দিনগত রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৫টি ফেরি চলাচল করছে।

এর আগে রোববার রাত ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় মুসল্লির মৃত্যু
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযান, ৮ রাউন্ড গুলি উদ্ধার
চাঁদপুরে ৪০০ নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
সশস্ত্র বাহিনী দিবসে চাঁদপুরে উন্মুক্ত ছিল যুদ্ধজাহাজ বানৌজা ‘শহীদ দৌলত’