• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

দেড় বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ৭ বছর

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৪, ১৭:১৪
ছবি : সংগৃহীত

গরু চুরি মামলায় দেড় বছরের সাজা এড়াতে ৭ বছর পলাতক ছিলেন সাইফুল ইসলাম। কিন্তু ৭ বছর পলাতক থাকার পরও শেষ রক্ষা হলো না তার।

সোমবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম থেকে অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।

সাইফুল ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আবু তৈয়বের ছেলে।

সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক মো. মাহবুব আলম সরকার বলেন, গরু চুরির একটি মামলায় ২০১৭ সালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিকে দেড় বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে আসামি সাইফুল ইসলাম আত্মগোপনে ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন, গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পলাতক সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে আলটিমেটাম
পলাতক ওসিকে গ্রেপ্তারে সারাদেশে রেড অ্যালার্ট জারি
থানা থেকে আসামি পলাতক, ২ পুলিশ বরখাস্ত
ফেনী পৌরসভার একটি কলোনিতে অগ্নিকাণ্ড