• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

পায়রা বন্দরে ভিড়ল ক্লিংকার ও ক্রেনবাহী ২ জাহাজ

আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২৪, ১৭:৩২
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে ৫৪ হাজার ৪০০ টন ক্লিংকার নিয়ে নোঙর করেছে এমভি মেঘনা ভেনাস নামের একটি মাদার ভ্যাসেল।

সোমবার (২২ জানুয়ারি) ভিয়েতনাম থেকে আসা জাহাজটি বন্দরের ইনারে এসে পৌঁছানোর পরই ক্লিংকার খালাস কার্যক্রম শুরু হয়। লাইটারের মাধ্যমে নদীপথেই এ পণ্য পৌঁছানো হচ্ছে গন্তব্যে।

এ ছাড়াও ১৩৬৫ দশমিক ৮১ টনের একটি ক্রেন নিয়ে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে নোঙর করেছে এমভি জিন ঝু জিয়াং ৮৮ নামের অপর একটি মাদার ভ্যাসেল। সিঙ্গাপুর থেকে জাহাজটি পৌঁছানোর পরই ক্রেনটি আনলোড করে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। বিদ্যুৎ কেন্দ্রটিতে নির্মিত দ্বিতীয় ইউনিটের জন্য জাহাজ থেকে কয়লা আপলোডের দ্বিতীয় আনলোডার (ক্রেন) এটি।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান গণমাধ্যমকে জানান, একের পর এক জাহাজ ভিড়ছে পায়রা বন্দরে। একই সঙ্গে নির্মাণ কাজও চলছে দ্রুত গতিতে। এ ছাড়াও গত ৮ মাসে বন্দর কর্তৃপক্ষ রাজস্ব আদায় করেছে প্রায় ১ হাজার কোটি টাকা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহিপুরে ইয়াবাসহ ৩ মাদককারবারী গ্রেপ্তার 
এক কোরালের দাম ২০ হাজার টাকা
দেখা মিলল বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের
মহিপুরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ক্যাটল শেল্টার উদ্বোধন