• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

মিষ্টি খাওয়া নিয়ে ঝগড়া, বাবার হাতে ছেলের মৃত্যু

আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২৪, ১৫:২৭
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বাবার লাঠির আঘাতে ছেলে ফারাজ আলীর (২৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফারাজ আলী (২৫) উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ফারাজের সঙ্গে তার বাবা সোহরাব হোসেন ও মা রোজিনা বেগমের সম্পর্ক ভালো ছিল না। বুধবার দুপুরে ফারাজের ঘরে রাখা মিষ্টি খেয়ে ফেলে তার ছোটভাই উজ্জল। এতে ফারাজ ছোট ভাইয়ের উপর চড়াও হলে তাদের মা ছুটে আসেন। এ সময় ফারাজ মায়ের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বাবা সোহরাব আলী ফারাজের মাথায় কাঠ দিয়ে আঘাত করেন। এতে ফারাজ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেজ) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা ফারাজের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার সকালে সেখানে নেওয়ার পথে মৃত্যু হয় ফারাজের।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হবে। ঘটনার পর থেকে সোহরাব পলাতক আছেন। এই বিষয়ে মামলা দায়ের হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধ্যরাতে দম্পতির ওপর কিশোর গ্যাংয়ের হামলা, স্বামী নিহত
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়
আকিজ কারখানায় নিহতদের বাড়িতে চলছে মাতম
যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত ১৫