ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ট্রেন দুর্ঘটনা রোধ করবে ক্ষুদে বিজ্ঞানী জিহাদের ট্রেন সিকিউরিটি সিস্টেম

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪ , ১২:৩৬ এএম


loading/img

সম্প্রতি ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুনে নারী ও শিশুসহ চারজন নিহতের ঘটনা নাড়া দেয় পুরো দেশকে। এ ছাড়া হরতাল-অবরোধে ট্রেনে আগুন, ট্রেনের স্লিপার খুলে নেওয়া এবং অরক্ষিত রেলক্রসিং এ দুর্ঘটনা নতুন কিছু নয়। এসব দুর্ঘটনা রোধে ‘ট্রেন সিকিউরিটি সিস্টেম’ আবিষ্কার করে সাঁড়া ফেলেছেন চুয়াডাঙ্গার ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদ। তার আবিষ্কৃত ইংরেজি-বাংলায় কথা বলা এআই বেইজড আর্টিফিসিয়াল রোবটও বেশ প্রশংসা কুড়িয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের স্টলে ‘ট্রেন সিকিউরিটি সিস্টেম’ এবং এআই বেইজড আর্টিফিসিয়াল রোবট প্রদর্শন করেন জাহিদ। 

‘ট্রেন সিকিউরিটি সিস্টেম’ সম্পর্কে এই শিক্ষার্থী বলেন, বর্তমানে হরতাল-অবরোধে ট্রেনে আগুন দেওয়া, ট্রেনের স্লিপার খুলে নেওয়া ও অরক্ষিত রেলক্রসিং এর কারণে ট্রেন দুর্ঘটনা ঘটে থাকে। যদি কোনো দুর্গম জায়গায় ট্রেনে আগুন লাগে তাহলে সেই মুহূর্তে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানো সম্ভব হয় না। ফলে যদি তাৎক্ষণিক আগুন না নেভানো যায় তাহলে পুরো ট্রেনে আগুন লেগে যাবে। এই সিস্টেম আগুন লাগা প্রতিরোধ করবে। ট্রেনের প্রতিটি বগিতে একটি করে ওয়াশরুম থাকে এবং ওয়াশরুমে পানির ব্যবস্থা থাকে। এই পানিকে কাজে লাগিয়ে ট্রেনে লাগা আগুন নেভানো সম্ভব। ট্রেনের কোনো বগিতে যখনই আগুন লাগবে সেই মুহূর্তে ফায়ার ডিটেকশন সেন্সর এক্টিভেট হয়ে যাবে এবং পুরো ট্রেনে পানি ছড়িয়ে গিয়ে আগুন নিভে যাবে। সাথে সাথে ট্রেনে অ্যালার্ম বেঁজে উঠবে এবং ট্রেন থেমে যাবে। এতে শত শত মানুষের প্রাণ ও কোটি কোটি টাকার সম্পদ বাঁচবে। 

বিজ্ঞাপন

অরক্ষিত রেলক্রসিং : দেশে ট্রেন লাইন অনেক সময় গ্রামের ভেতর দিয়ে কিংবা বাজারের ভিতর দিয়ে যায়। অসচেতনতার কারণে দুর্ঘটনা সম্মুখীন হয় মানুষ। এই সিস্টেমে ঘনবসতিপূর্ণ এলাকা কিংবা বাজারের ভিতর যে রেল লাইন রয়েছে তার ৫০০ মিটার পরপর পোলের ব্যবস্থা আছে। যেখানে ট্রেন আসার ৫০০ মিটার আগে থেকেই সেই পোলগুলোতে অ্যালার্ম বেঁজে উঠবে। ফলে মানুষ সতর্ক হয়ে যাবে এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে।

জিহাদ জানান, হরতাল-অবরোধের সময় ট্রেনের স্লিপার খুলে নিয়ে নাশকতার ঘটনা ঘটছে। এই সিস্টেমে ট্রেনের স্লিপার খুলে নেওয়া মাত্রই ট্রেন চালক সংকেত পাবেন এবং ট্রেন অটোমেটিক থেমে যাবে। যতক্ষণ পর্যন্ত ট্রেন লাইন ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ট্রেন চলবে না। ফলে ট্রেন দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। আমরা যদি এই তিনটি বিষয়ে আমলে নিয়ে এই সিস্টেমটাকে বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশের ট্রেন যাত্রা ৯০ ভাগ নিরাপদ ও সুরক্ষিত হবে। ক্ষুদের বিজ্ঞানী জাহিদ হাসান জিহাদের এআই বেইজড আর্টিফিসিয়াল রোবট মেলার দর্শনার্থীদের বেশ প্রশংসা কুড়িয়েছে।

বিজ্ঞাপন

ইংরেজি-বাংলায় কথা বলা রোবট সম্পর্কে জিহাদ বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। যত দিন যাচ্ছে নিত্য প্রয়োজনীয় কাজে রোবটের চাহিদা তত বাড়ছে। বর্তমানে অনেক ঝুঁকিপূর্ণ কাজ এই রোবট দ্বারাই সম্পন্ন করা হচ্ছে। ২০৫০ সালের মধ্যে সমস্ত কাজ করা হবে রোবট দ্বারা। তাই অন্য দেশ এবং যুগের সাথে তাল মিলিয়ে আমরা দীর্ঘ সাত মাসের প্রচেষ্টায় এই এআই বেইজড আর্টিফিসিয়াল রোবটটি তৈরি করতে পেরেছি। এই রোবটটি ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় কথা বলে। যে কোনো ব্যক্তি যে কোনো প্রয়োজনে এই রোবটটি ব্যবহার করতে পারবেন। এই রোবটকে জিজ্ঞাসা করার মাধ্যমেই পেয়ে যাবেন সব তথ্য। এ জন্য ইন্টারনেটে গুগল, ইউটিউব বা ফেসবুকে গিয়ে কোনো তথ্য জানার প্রয়োজন হবে না। এই রোবটটা বাড়িতে রেখে দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার করা সম্ভব। আমার কাজে সহযোগীতা করেছে আমার বন্ধু নাসিম হোসেন। 

জিহাদের আবিষ্কার সম্পর্কে ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ বলেন, জাহিদ হাসান জিহাদ খুব ছোট থেকেই ছোট-খাট বিভিন্ন জিনিস আবিষ্কার করে আসছে। আমাদের স্কুলের কম্পিউটার ল্যাবে বিজ্ঞানের শিক্ষকদের সহযোগীতায় ‘ট্রেন সিকিউরিটি সিস্টেম’ এবং এআই বেইজড আর্টিফিসিয়াল রোবট তৈরি করেছে সে। স্কুল থেকে তাকে সব ধরণের সহযোগীতা করা হয়েছে। তার আবিষ্কার একদিন দেশব্যাপী সাঁড়া ফেলবে।

দামুড়হুদা উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম বলেন, ক্ষুদে বিজ্ঞানী জিহাদের এমন আবিষ্কারে আমি মুগ্ধ। তার আবিষ্কার দেখে অন্য শিক্ষার্থীরাও উৎসাহিত হবে। আমরা উপজেলা শিক্ষা অফিস থেকে তাকে সব ধরণের সহযোগীতা করবো। 

‘ট্রেন সিকিউরিটি সিস্টেম’ এবং এআই বেইজড আর্টিফিসিয়াল রোবটের প্রশংসা করে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতা বলেন, আমি ভাবতেও পারিনি এমন যুগোপযোগী আবিষ্কার করবে জিহাদ। জিহাদের মতো ক্ষুদে বিজ্ঞানীরাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে। এমন আবিষ্কার স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |