‘ঢাকা মেডিকেলের মেঝেতে রোগীদের চাপে হাঁটাচলা করাই মুশকিল’

আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪ , ০৮:৪৮ পিএম


ডা. সামন্ত লাল সেন
ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বিগত সময়ে স্বাস্থ্যখাতে অনেক উন্নতি হয়েছে। তবে, এখনো অনেক কাজ বাকি। হাসপাতালে এখনো রোগীরা মেঝেতে চিকিৎসা নেয়। ঢাকা মেডিকেলের মেঝেতে রোগীদের চাপে হাঁটাচলা করাই মুশকিল। এমন পরিস্থিতিতে ভালো চিকিৎসা দেওয়া কঠিন। কোনো রোগীকে যেন ফ্লোরে চিকিৎসা নিতে না হয়, সে বিষয়ে খুব দ্রুতই কাজ শুরু হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা হেলথ কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে কেন চিকিৎসকরা থাকেন না, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। উপজেলা পর্যায়ে একজন চিকিৎসককে থাকতে হলে সেখানে তার জন্য সুযোগ-সুবিধাও তো থাকতে হবে। চিকিৎসকদের নিরাপত্তাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। সামান্য কোন কারণে চিকিৎসকদের উপর আক্রমণ হলে এবং তারা যথাযথ নিরাপত্তা না পেলে পরিবার ছেড়ে এত দূরে থাকবেন না, এটাই তো স্বাভাবিক। এজন্য প্রথমে চিকিৎসকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা নিয়ে কাজ করতে হবে। আমরা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। আশা করছি, আগামীতে এই সমস্যা অনেকটাই কমে আসবে।

বিজ্ঞাপন

এসময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission