• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ম্যাজিস্ট্রেট দেখে চেম্বার ছেড়ে পালালেন ‘ডাক্তার’

আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২৪, ১৯:২২
ম্যাজিস্ট্রেট দেখে চেম্বার ছেড়ে পালালেন ‘ডাক্তার’
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ম্যাজিস্ট্রেট দেখে চেম্বার ছেড়ে ‘ডাক্তার’ পালিয়ে যাওয়ায় দুটি ডেন্টাল চেম্বার বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ জানুয়ারি) টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের মেঘা ডেন্টাল কেয়ার ও মোহনা ডেন্টাল কেয়ারে তালা ঝুলিয়ে সাময়িক বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হক।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে চেম্বার দুটির চিকিৎসক ওলিয়ার রহমান ও জামাল উদ্দিন মোল্লা চেম্বার খোলা রেখে পালিয়ে যান। চেম্বারে তাদের পাওয়া যায়নি। এমনকি কেউ চেম্বার দুটির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে চেম্বার দুটি তালা ঝুলিয়ে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে পারলে চেম্বার দুটি খোলার অনুমতি দেওয়া হবে।

টুঙ্গিপাড়া উপজেলার স্বাস্থ্য সেবার মান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলিফ শাহরিয়াসহ আরও অনেকে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আত্মসমর্পণ করে জামিন পেলেন সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি
সমন পেয়ে আদালতে সেই ম্যাজিস্ট্রেটের আত্মসমর্পণ
ঢাকায় ব্যাটারিচালিত রিকশা আপাতত চলবে
বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় জামিন পেলেন মান্নান