• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘হয় ক্লাস শেষে রাজনীতি করেন, না হয় শিক্ষকতা ছাড়ুন’

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২৪, ২২:৪২
পঞ্চগড়-১ আসনের সাংসদ নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা। ছবি: আরটিভি

যে সকল স্কুল কলেজের শিক্ষক রাজনীতির সাথে যুক্ত তাদেরকে উদ্দেশ্য করে পঞ্চগড়-১ আসনের সাংসদ নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা বলেছেন, হয় ক্লাস শেষে রাজনীতি করেন, না হয় শিক্ষকতা ছেড়ে দিয়ে রাজনীতি করেন। কিন্তু শিক্ষকতা এবং রাজনীতি দুইটি একসাথে করবেন না।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে আটোয়ারী উপজেলার বলরামপুর আদর্শ কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাঈমুজ্জামান ভূইয়া বলেন, ক্লাসরুমে দায়িত্বটা পালন করে তারপর রাজনীতি করেন। ক্লাসরুমে ক্লাস নিচ্ছেন না ছাত্রছাত্রীদের কিন্তু বিভিন্ন জায়গায় নেতা হিসেবে আমার কাছে দাবী নিয়ে আসলে আমি সেই দাবী গ্রহণ করবো না। আমি জেলা শিক্ষা অফিসারকে অনুরোধ করেছি, যে সকল জায়গায় শিক্ষক রাজনীতির সাথে যুক্ত ঐ সকল শিক্ষকদের উপস্থিতি বেশি বেশি যাচাই করেন।

সাংসদ বলেন, ধর্মীয় বিষয়ে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের মূল চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমাদের সন্তানদের দীক্ষিত করতে না পারি তারা যদি সাম্প্রদায়িক হয়ে গড়ে উঠে তাহলে এত উন্নয়ন বার্থ হয়ে যাবে। যদি অমার সন্তানেরা আলোকিত মানুষ না হয়। তাহলে আমাদের সকল আয়োজন বার্থ হয়ে যাবে।

কলেজের গভর্নিং বডির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে, বলরামপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদ বকুল, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনিসুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুল হুদা, স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম, পঞ্চগড় পৌর কাউন্সিলর হাসনাত হামিদুর, পঞ্চগড় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি আল তারিক, আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে সাংসদ নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে ফুল দিয়ে ওই ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও ছাত্র ছাত্রীরা সংবর্ধনা দেন। পরে একই মঞ্চে বেতার ও টেলিভিশনের শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে কনকনে শীত, তিনদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
ফের যেন রাজপথে নামতে পারি সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস
পঞ্চগড়ে কনকনে শীত, তাপমাত্রা নামল ১০.৫ ডিগ্রিতে
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস