• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

দুই ঘণ্টা উড়ালের পর ফিরে এলো বিমান

আরটিভি নিউজ

  ২৮ জানুয়ারি ২০২৪, ১১:১৮
ফাইল ছবি

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার ২ ঘণ্টা পরে যান্ত্রিক ত্রুটির কারণে শারজাহগামী এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট ফিরে এসেছে।

শনিবার (২৭ জানুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৪৯ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি কলকাতার কাছাকাছি পৌঁছানোর পর উড়োজাহাজে বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ গণমাধ্যমকে জানান, যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ার পর পাইলট দ্রুত বিমানটি ফিরিয়ে আনেন। বিমানবন্দর থেকে এটি সরিয়ে নেওয়া হয়েছে। যান্ত্রিক ত্রুটি সারানো হচ্ছে। যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে রেখে খাবার সরবরাহ করা হয়েছে। রাত যাপনের ব্যবস্থাও নেওয়া হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমপক্স ঠেকাতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে হাই অ্যালার্ট 
যান্ত্রিক ত্রুটি, রানওয়ে থেকে ফিরে এলো উড়োজাহাজ
শরীয়তপুরে ইভিএমে যান্ত্রিক ত্রুটি, ৩০ মিনিট বন্ধ ছিল ভোটগ্রহণ
টরেন্টোগামী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফের ঢাকায় জরুরি অবতরণ