মানিকছড়িতে ভারতীয় কসমেটিকসসহ আটক ৪
খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে তিন কার্টুন ভারতীয় কসমেটিকসহ চারজনকে আটক করেছে মানিকছড়ি থানার পুলিশের একটি চৌকস আভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে (২৭ জানুয়ারি) শনিবার রাত দশটায় অভিযান চালিয়ে মানিকছড়ি থানাধীন ৪নং তিনটহরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের বড়ইতলী ব্রিজ এলাকায় একটি প্রাইভেট কার থেকে ভারতীয় কসমেটিকসসহ চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফেনীর সুলতানপুরের বাসিন্দা রফিকুল আলম ভূঁইয়ার ছেলে মো. নূর হোসাইন ভূইয়া ওরফে রিপন (৪৫), একই গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহ’র ছেলে মো. মেজবা উদ্দিন (৫২), নোয়াখালীর পশ্চিম সাহাপুরের বাসিন্দা মৃত জাফর আহমেদের ছেলে গোলাম কবীর ওরফে কামাল (৫২) ও চট্টগ্রামের বাদামতলী বাসিন্দা মৃত আবুল কালামের ছেলে মো. ইসমাইল (৫১)।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন