গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
রোববার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার সাজনধরা এলাকায় এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিসক্রান্ত বিরোধের জের ধের তার ছোট ভাই মজিবুর রহমান তাকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত বড় ভাই রেজা সাইদ আল মামুন (৫৫) উপজেলার ঢালজোড়া ইউনিয়নের সাজনধরা গ্রামের মৃত হাজী আফাজ উদ্দিনের ছেলে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে প্রতিষ্ঠাকালীন থেকে অথনীতি বিভাগের প্রভাষক ও পরবর্তীতে ওই বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রভাষক রেজা সাইদ আল মামুনের সঙ্গে তার ছোট ভাই মজিবুর রহমানের জমি সক্রান্ত বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে কলেজ শেষে রেজা সাইদ আল মামুন বাড়িতে গিয়ে তার জমির আইল ঠিক করছিলেন। এ সময় তার ছোট ভাই মজিবুর রহমান এবং ছোট ভাইয়ের ছেলে সুমন রহমান ও সেজাদ রহমান মিলে ওই প্রভাষকের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধর করলে সে গুরুতর আহত হয়।
পরে তাকে দ্রুত উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের মেয়ে সূচি আক্তার বলেন, জমি সক্রান্ত বিরোধ নিয়ে আমার চাচা এবং চাচাতো ভাইয়েরা মিলে আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে। আমি বাবা হত্যার বিচার চাই।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ফেন্সি জুয়েল বিশ্বাস বলেন, জমি সক্রান্ত বিরোধের জের ধরে প্রভাষক রেজা সাইদ আল মামুনকে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।
তিনি জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।