• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:১৭
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রুবেল সরদার। ছবি : আরটিভি

রাজবাড়ীর পাংশা উপজেলায় দা দিয়ে কুপিয়ে স্ত্রী লিপি খাতুনকে (৩২) হত্যার দায়ে স্বামী রুবেল সরদারকে (৪৫) মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

রুবেল সরদার পাংশা উপজেলার উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা। সোমবার রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আক্তার জাহান এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, রুবেল মাছের ব্যবসা করতেন। এক পর্যায়ে বেকার হয়ে পড়ে নেশা শুরু করেন। প্রায়ই স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হতো। তার স্ত্রী রাগ করে বাবার বাড়ি উপজেলার সাজুরিয়া চলে যান। ঘটনার তিন দিন আগে স্ত্রীকে বাড়ি নিয়ে আসেন রুবেল। পারিবারিক কলহের জেরে ২০২২ সালের ১৯ জানুয়ারি সকালে দুজনের আবার ঝগড়া হলে স্ত্রী লিপি খাতুনকে কুপিয়ে হত্যা করেন রুবেল। স্থানীয়রা অভিযুক্ত স্বামী রুবেল সরদারকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয়রা জানান, রুবেল-লিপি দম্পতির তিন সন্তান রয়েছে। এ ঘটনায় লিপির পিতা এলেম আলী শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পাংশা থানা পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করাসহ রুবেলকে আদালতে সোপর্দ করে। রুবেল আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে রুবেল সরদারকে মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ রায়ে বাদীপক্ষসহ সবাই সন্তুষ্ট। এ রকম রায়ে সমাজ থেকে অপরাধ নির্মূল হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরী হত্যার দায়ে নড়াইলে একজনের যাবজ্জীবন
দাবি আদায়ে সড়ক অবরোধ না করে খোলা মাঠে সভার পরামর্শ ডিএমপি কমিশনারের 
ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ
খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে যাচ্ছেন বিএনপির সিনিয়র নেতারা