• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

পানছড়ি বাজার বয়কট সাময়িক স্থগিতের সিদ্ধান্ত

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৩০
পানছড়ি বাজার বয়কট সাময়িক স্থগিতের সিদ্ধান্ত
ছবি : সংগৃহীত

স্থানীয় প্রশাসনের অনুরোধে পানছড়ি বাজার বয়কট সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করেছে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ।

গত ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার অনিলপাড়ায় ইউপিডিএফের ৪ নেতাকে হত্যার প্রতিবাদে ইউপিডিএফ পানছড়ি ইউনিট খুনিদের গ্রেপ্তারের দাবিতে বাজার বয়কট কর্মসূচি ঘোষণা করে। আর সে থেকেই লোকসানের মুখে পড়েছিলো বাজারের ব্যবসায়ীরা। এতে দুর্ভোগে পড়েন ভোক্তারাও। তবে এবার প্রশাসনের অনুরোধে বাজার বয়কট সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করেছে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ।

স্থানীয় প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে এবং সাধারণ পাহাড়ি-বাঙালি জনগণের অসুবিধার কথা বিবেচনা করে উক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ইউপিডিএফ পানছড়ি ইউনিটের সংগঠক অপু ত্রিপুরা। সোমবার প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

সিদ্ধান্ত মোতাবেক আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত বাজার বয়কট কর্মসূচি স্থগিত থাকবে।
উক্ত সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে বা দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হলে বাজার বয়কট পুনরায় চলবে বলেও জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সংগঠনটি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে প্রশাসন ক্যাডারদের সভা
পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত দুদকের
বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন নুসরাত ফারিয়া
নির্বাচনে কোন দল অংশ নেবে সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে: বদিউল আলম