• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাবিতে নির্মাণাধীন হলের ছাদ ধসে আহত ৯

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ জানুয়ারি ২০২৪, ১২:৫৭
রাবিতে নির্মাণাধীন হলের ছাদ ধসে আহত ৯
ছবি : আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন শহীদ এএইচএম কামারুজ্জামান হলের ছাদ ধসে পরার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অন্তত ৯ জন নির্মাণ শ্রমিক আহতের খবর পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, ছাদ ধসের ঘটনায় ৯ জন আহতের খবর জেনেছি। এর মাঝে চারজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরেছে আর বাকি দুজন অপেক্ষাকৃত কম আহত হয়েছে।

দুর্ঘটনা কেন হতে পারে এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, এটা আসলে কেন হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

এ দিকে ঘটনাস্থলে উদ্ধারকাজ চলমান রয়েছে, নির্মাণ শ্রমিকদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের দুয়েকজনকে পাচ্ছেন না তারা। এখন তারা নিচে চাপা পড়েছেন কিনা সেটিও নিশ্চিত নন বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন এ এইচ এম কামারুজ্জামান আবাসিক হলের ১০ তলা ভবনের পাশে লাগোয়া আরেকটি অংশে একতলা ভবনের ছাদে কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। এ সময় হঠাৎ ওই ভবনের আরেকটি অংশে একতলার ছাদ ধসে পড়ে। এতে এখন পর্যন্ত আমরা তিনজন আহতকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি।

বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য সুলতান-উল-ইসলাম বলেন, ছাদ ঢালাই শেষে সাটারিং ভেঙে গেছে। আহতদের উদ্ধার করা হচ্ছে। এ বিষয়ে পরে জানানো হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে ফের মানববন্ধন 
মানবাধিকার দিবসে গুম-খুনের বিচার চাইল রাবি ছাত্রদল
রাবিতে পোষ্য কোটার কবর দিলেন শিক্ষার্থীরা
রাবি প্রশাসনকে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি