• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বাসের ধাক্কায় প্রাণ গেল ২ রোহিঙ্গা শিশুর

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১১
ছবি : সংগৃহীত

কক্সবাজার-টেকনাফ সড়কে একটি ট্যুরিস্ট বাসের ধাক্কায় মোহাম্মদ হাসান (৫) ও মোহাম্মদ ইসমাইল (৮) দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে টেকনাফের হ্নীলার লেদা বিজিবি ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান ও ইসমাইল টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৫ ডি/২৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে ও সালেহ আহমেদের ছেলে।

ক্যাম্প-২৫ হেডমাঝি নুরুল আমিন নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পর্যটক নিয়ে পায়রা সার্ভিসের একটি ট্যুরিস্ট বাস টেকনাফের দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে লেদা ব্রিজ এলাকায় ৭-৮ বছর বয়সের দুইজন রোহিঙ্গা শিশু রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা বাসটি তাদের ধাক্কা দিলে শিশু দুটি ঘটনাস্থলেই নিহত হয়।

টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। গাড়িটি জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার রেস্তোরাঁর সাইনবোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে’
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
বাথরুমে পড়ে ছিল মা-মেয়ের মরদেহ