• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

পাংশায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৩
পাংশায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
ছবি : আরটিভি

রাজবাড়ীর পাংশায় রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন শেখের স্ত্রী।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গৃহবধূর বাড়ির পাশের একটি বাঁশ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পাংশা থানা পুলিশ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাট্টা গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্যে গৃহবধূ রোজিনা আক্তারের মরদেহ দেখে থানায় খবর দেয় গ্রাম পুলিশ। পরে পুলিশ এসে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রোজিনার মরদেহ পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পাংশা মডেল থানার সাব-ইন্সপেক্টর দীপঙ্কর জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার বাকি কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের চাকার খোপে মিলল ২ মরদেহ
নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার
বিজিবির বিশেষ অভিযান, ২৫ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার
সীমান্তে বাংলাদেশিকে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ