• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

সোয়া কোটি টাকার ভারতীয় পেঁয়াজসহ আটক ৮

আরটিভি নিউজ

  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৯
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল লোহাগড়া থানার আমডাঙ্গা গ্রামের কবির মোল্লার ছেলে আজিম মোল্লা, একই থানার মোছড়া (উত্তরপাড়া) গ্রামের ইলিয়াস শেখের ছেলে মোঃ জসিম শেখ ও ওয়াসিম শেখ, হবিগঞ্জ বাহুবল থানার দক্ষিণ ডুবাঐ গ্রামের মোঃ সমছু মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া, বগুড়া শিবগঞ্জ থানার উতলি দাশপাড়া গ্রামের নারায়ন চন্দ্র দাশের ছেলে বিজল চন্দ্র দাশ, সাতক্ষীরা কলারুয়া থানার দক্ষিণ দিঘং গ্রামের আবুল কালামের ছেলে মেহেদী হাসান বুলবুল, সুনামগঞ্জের তাহিরপুর থানার তরং শ্রীপুর গ্রামের মৃত মোশাররফ মিয়ার ছেলে মোঃ মিলন ও সুনামগঞ্জ সদর থানার পশ্চিম তেঘরিয়া গ্রামের মৃত আরাফাত উল্লার ছেলে রহমত উল্লা।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, এদিন দিবাগত রাতে সুনামগঞ্জের সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ৬টি ট্রাক ও ১টি পিকআপে করে ৪৫ টন ভারতীয় পেঁয়াজ আনা হচ্ছিল। সুনামগঞ্জ পৌর শহরের আব্দুজ জহুর সেতু দিয়ে এসব পেঁয়াজ বিভিন্ন জেলায় যাওয়ার পথে পুলিশ ট্রাকসহ জব্দ করে। পরে এরসঙ্গে জড়িত ৮ জনকে আটক করা হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম
সুনামগঞ্জে সাবেক পৌর কাউন্সিলর আনাছ কারাগারে
সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক