বাবা-মাকে দেখতে এসে পরিবারের পিটুনির স্বীকার যুবক
মাদারীপুরে ধর্মান্তরিত হওয়ায় মো. হৃদয় নামে এক যুবককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ডাসার উপজেলার চলবল গ্রামে এ ঘটনা ঘটে। মো. হৃদয় (হরজিৎ গাইন) ওই উপজেলার চলবল গ্রামের হরে কৃষ্ণ গাইনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় কয়েক বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং নাম পরিবর্তন করে মো. হৃদয় হিসেবে পরিচয় দেন। তিনি ঢাকার একটি রেস্টুরেন্টে কাজ করেন। দুইদিন আগে হৃদয় তার বাবার বাড়িতে বাবা-মার সঙ্গে দেখা করতে যান। বৃহস্পতিবার রাতে ঘুমিয়ে পড়লে তার ভাই-বোন ও গ্রামবাসী মিলে তাকে মারধর করে ঘরে আটকে রাখে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
যুবক হৃদয় বলেন, ‘আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই কারণে আমার বড় ভাই ও গ্রামবাসী আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে। পরে ঘরে আটকে রেখেছে।’
ডাসার থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আহত যুবককে উদ্ধার করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে জেনেছি জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে।’
মন্তব্য করুন