• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

প্রেম করে বিয়ে, চার মাস পর আত্মহত্যা জান্নাতুলের

আরটিভি নিউজ

  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৮
ঢাকা মেডিকেল
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে জান্নাতুল আক্তার উষা (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সোয়া ৫টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জান্নাতুল খিলগাঁও নন্দীপাড়ার জাকির হোসেনের মেয়ে। তিনি তার স্বামী আমিনুরের সঙ্গে একই এলাকায় ভাড়া থাকতেন। চার মাস আগে তারা প্রেম করে বিয়ে করেন।

গৃহবধূর স্বামী আমিনুর বলেন, চার-পাঁচ দিন আগে জান্নাতুলের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আমার ঝগড়া হয়। এরপর সে রাগ করে তার মায়ের বাড়িতে চলে যায়। শনিবার দুপুরে খবর পাই সে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে আমি দ্রুত সেখানে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আলম বলেন, খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে মর্গে আমরা গৃহবধূর মরদেহ দেখতে পাই। প্রাথমিকভাবে জানতে পেরেছি স্বামীর ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় এমপিকে বিয়ের প্রস্তাব দিলেন রিঙ্কু সিং
এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা: আঁচল ফাউন্ডেশন
নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভুয়া জন্মসনদে বিয়ে, কনের বাবা-মায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা