• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

উপজেলা ভাইস চেয়ারম্যানের হয়ে প্রক্সি দিতে গিয়ে আটক তরুণী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪০
ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতুর পক্ষে প্রক্সি দেওয়ার সময় সালমা খাতুন নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আলমডাঙ্গা মহিলা কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ১ বছরের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সালমা খাতুন (২৪) একই উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ/বিএসএস কোর্সের চতুর্থ বর্ষের পরীক্ষা চলছিল। এ পরীক্ষায় অংশ নেন আলমডাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু। কিন্তু তার পরিবর্তে পরীক্ষার হলে প্রক্সি দিচ্ছিলেন সালমা খাতুন নামে এক নারী।

খবর পেয়ে পরীক্ষার হলে উপস্থিত হন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ। সেখান থেকে আটক করা হয় সালমা খাতুনকে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ বলেন, তাৎক্ষণিকভাবে অভিযোগের প্রমাণ পাওয়ায় ভুয়া পরীক্ষার্থী সালমা খাতুনকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ৩ ধারা অনুযায়ী তাকে ১ বছরের জেল ও ২০০ টাকা জরিমানা করা হয়। যিনি প্রকৃত পরীক্ষার্থী তাকেও শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনারগাঁয়ে ৮ কেজি গাঁজাসহ ২ নারী আটক
চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১
স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা, সেই নারী আটক
ভারতে অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদে‌শি তরুণী আটক