• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘টয়লেট ক্লিনার’ খাইয়ে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৭
শিশুকন্যাকে ‘টয়লেট ক্লিনার’ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
ছবি : সংগৃহীত

পারিবারিক কলহের জের ধরে নিজের শিশুকন্যাকে ‘টয়লেট ক্লিনার’ খাইয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ওসি আমিনুর রহমান।

তিনি বলেন, শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ৯ মাস বয়সি নিহত আফিয়া বেগম ওই গ্রামের গাছকাটা শ্রমিক মামুন তালুকদার ও আঁখি বেগম দম্পতির কন্যা। আশঙ্কাজনক অবস্থায় আঁখি বেগমকে (১৮) গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। আমাদের ধারণা, আর্থিক অনটন ও পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। তবে ঘটনাটির তদন্ত চলছে। অভিযোগ দিলে অথবা তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি আমিনুর রহমান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, হাসাপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। মায়ের অবস্থাও শঙ্কামুক্ত নয়। তাই তাকে গোপালগঞ্জ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভিনেত্রী
পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, অতঃপর...
এনজিও ম্যানেজারের কক্ষে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা  
শাবিপ্রবিতে হল প্রভোস্টের অসদাচরণে ছাত্রীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ