• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় গাছচাপা পড়ে শ্রমিক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৯
চুয়াডাঙ্গায় গাছচাপা পড়ে শ্রমিক নিহত
নিহত সাইদুর রহমান। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে গাছের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান (২৬) উপজেলার কেডিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজী পাড়ার মৃত মুনতাজের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেডিকে ইউনিয়ন পরিষদের সদস্য আব্বাস উদ্দিন।

তিনি জানান, সাইদুর দীর্ঘদিন ধরে গাছ কাটা শ্রমিকের কাজ করেন। প্রতিদিনের ন্যায় উপজেলার সন্তোষপুর গ্রামে বাগান মালিকসহ ১১জন শ্রমিক গাছ কাটতে যান। একপর্যায়ে তিনি অর্ধেক কাটা হেলানো গাছের নিচে বসেছিলেন। এ সময় হঠাৎ গাছটি হেলে তার দিকে পড়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইয়াসিন আরাফাত জানান, হাসপাতালে আনার আগেই সাইদুর রহমানের মৃত্যু হয়েছিল।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, কাটার সময় গাছের নিচে চাপা পড়ে সাইদুর রহমান মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় সপ্তাহে ৫ দিন বাসে শিক্ষার্থীদের জন্য ‘হাফ ভাড়া’
পৌরসভার ল্যাম্পপোস্ট নিজের বাড়িতে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা
বিস্তার ঘটছে শৈত্যপ্রবাহের, থাকতে পারে যতদিন