চাঁদপুরে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে ১০ পাওয়ার টিলার বিতরণ
চাঁদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় বিনামূল্যে ১০টি পাওয়ার টিলার বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংকে।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জের শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোগে আয়োজিত প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন প্রধান অতিথি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক মো. আব্দুল হান্নান।
মার্কেন্টাইল ব্যাংকের কুমিল্লা নোয়াখালী রিজিওনাল হেড ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, মার্কেন্টাইল ব্যাংকের ফরিদগঞ্জ শাখা প্রধান মুরাদ হোসেন চৌধুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদ পাঠান, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ প্রমুখ।
পরে প্রধান অতিথি প্রান্তিক পর্যায়ের ১০ জন কৃষকের কাছে ১০টি পাওয়ার টিলার হস্তান্তর করেন।
এ সময় মার্কেন্টাইল ব্যাংকের চাঁদপুর অঞ্চলের বিভিন্ন শাখার প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী, বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন